ছবি,দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান
খবরের সময় ডেস্ক:
দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
উপাচার্য আজ এক শোক বার্তায় প্রয়াত মিজানুর রহমান খানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।শোক বার্তায় উপাচার্য বলেন, ‘আইন বিষয়ক সাংবাদিকতায় অনন্য মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রাখা মিজানুর রহমান খানের মৃত্যু সাংবাদিকতা জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার লেখনীর কারণে তিনি দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবেন।